থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত 

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবানে থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
আরো পড়ুন :

> বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী আন্তঃ ইউনিয়ন ফুটবল টুনামেন্টে বারবাজার চ্যাম্পিয়ন
> ভুয়া মুক্তিযোদ্ধা সনদে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি, দু’ভাই বরখাস্ত

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অফিস সহায়ক পলাশ পাল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা মো. মিজান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খালেদ প্রমূখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই ২২, ২০২৩ at ১২:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর