কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ কুবির রোটারী ক্লাবের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটারেক্ট ক্লাবের উদ্যোগে কুমিল্লা রোটারি ক্লাবের সহযোগিতায় কোটবাড়ি জামিয়া মোহাম্মদিয়া শিশু সনদ কমপ্লেক্সে কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ করেন শনিবার (০৮এপ্রিল) জোহরের নামাজের পর এ সামগ্রী বিতরণ করা হয় ।
ছাত্র পরামর্শক ড. হাবিবুর রহমান বলেন, রোটারি ক্লাব সবসময় মানবতার কাজে সহযোগিতা করে থাকে ।কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাবও তার ব্যতিক্রম না । পবিত্র মাসে শিশুরা কুরআন পড়ে বিশ্ব মানবতার জন্য দোয়া করবে ।
আরো পড়ুন :
>আগুনে পুড়ে ছাই আশুলিয়ায় ১৯ টি দোকান ঘর
>অবৈধ ভাবে বালু উত্তোলনে হুমকিতে রেলসেতু
রোটারি ক্লাবের সভাপতি রোটাটিয়ান বিলকিস আরা বেগম বলেন , রোটারি ক্লাবের কাজ হচ্ছে মানবতার কাজে
শরিক হওয়া । মানুষের দুঃখ কষ্ট নিজেদের সাথে ভাগ করে নেওয়া । তিনি আরও বলেন এতিম শিশুদের মাঝে কুরআন শরীফ ও দুদিনের ইফতার সামগ্রী দিয়েছি যাতে তারা কুরআন পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করে ।

রোটারেক্ট ক্লাবের সভাপতি মারুফ হোসেন সরকার বলেন , এইটা আমাদের একটা মান্থলি প্রজেক্ট । আমরা প্রতিমাসেই চাই এইরকম একটা প্রজেক্ট করতে আমাদের এই প্রজেক্ট গুলোতে সহোযোগিতা করে আমাদের স্পন্সর ক্লাব রোটারি ক্লাব কুমিল্লা ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন ভূঁইয়া , সাধারণ সম্পাদক
রোটারিয়ান আহমাদুল্লাহ আসাদি , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক রোটারেক্টর
মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল সহ আরও অনেক ।
এপ্রিল ০৮, ২০২৩ at ১৬:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/তুই/ ইর