স্বামী অন্তঃসত্ত্বা, সে খবর জানালেন স্ত্রী

ছবি- সংগৃহীত।

২৩ বছর বয়সী জাহাদ রূপান্তরিত পুরুষ। অন্যদিকে ২১ বছর বয়সী জিয়া রূপান্তরিত নারী। বিয়ের পর অভিভাবক হওয়ার স্বপ্ন দেখেছিল এ জুটি। অবশেষে তাদের সে স্বপ্ন সত্যি হতে চলেছে। মার্চেই তাদের ঘরে আসছে প্রথম সন্তান। স্ত্রী জিয়া নিজের ইনস্টাগ্রামে স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে জিয়া লেখেন, ‘আমার মা হওয়ার স্বপ্ন ও জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।’

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জিয়া বলেন, বেশিরভাগ ট্রান্সজেন্ডারকেই সমাজ বয়কট করে। অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজনও পাশে থাকেন না। তিনি আরও বলেন, অভিভাবক হতে প্রথমে দত্তক নেয়ার চিন্তা করেছিলাম। কিন্তু আইনি জটিলতার কারণে তা পারিনি। তারপরই স্থির করি, সমাজের চোখরাঙানি উপেক্ষা করে নিজেরাই বাবা-মা হব।

ট্রান্সজেন্ডার প্রসঙ্গে জিয়া বলেন, ‘অনেক ট্রান্সজেন্ডারই আছে আমাদের মতো বাবা-মা হতে চান। তবে সমাজের চোখরাঙানির ভয়ে তারা সেই সিদ্ধান্তটি নিতে পারেন না। তাদের কাছে একটি উদাহরণ হতে চেয়েছি আমরা। সমাজকে বোঝাতে চেয়েছি, ট্রান্সজেন্ডাররাও সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন।’

পৃথিবীতে অনেক মানুষই আছে যারা শারীরিকভাবে নারী হলেও মনেপ্রাণে পুরুষসত্তা নিয়ে বেঁচে আছেন। আবার উল্টোটিও হয়। তারা চিকিৎসা বিজ্ঞানের জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের শারীরিক গঠন পরিবর্তন করেন। যাদের মধ্যে রয়েছেন জাহাদ ও জিয়া। পুরুষদের গর্ভধারণের কোনো সুযোগ নেই। তাই অনেকেই এ জুটির এমন খবর শুনে আকাশ থেকে পড়ছেন। যেহেতু ট্রান্সজেন্ডার পুরুষ জাহাদ আগে নারী ছিলেন; তাই পুরুষ হয়েও গর্ভধারণের সুযোগ পেলেন তিনি।

আরো পড়ুন:
>কুবিতে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
>কেন ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিনটি, পালিত হয় চকোলেট ডে হিসেবে?

ইনস্টাগ্রামে এ জুটির বিভিন্ন ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ট্রান্সজেন্ডার পুরুষ জাহাদের অন্তঃসত্ত্বার ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ জানিয়েছে শুভেচ্ছা, আবার কেউ কেউ তুলেছেন নিন্দার ঝড়। তবে নিন্দুকদের পাত্তা দেয়ার সময় নেই জাহাদ ও জিয়ার। তারা এখন নতুন অতিথি আসার অপেক্ষায়। সূত্র- সময় নিউজ ।

ফেব্রুয়ারি ০৯.২০২৩ at ১১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর