পাকিস্তানে বাস-কারের সংঘর্ষ, নিহত ২১

পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে দুর্ঘটনার পর দুটি গাড়ি খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ডনের। স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল।

নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী। দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। তিনি জানান, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আরো পড়ুন:
>তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৮২০০
>মহেশপুরে ভুট্টা ছেড়ার অপরাধে এতিম শিশুকে পিটিয়ে, আহত করলো প্রধান শিক্ষক

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

ফেব্রুয়ারি ০৮.২০২৩ at ১০:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর