জামাই শব্দের প্রকৃত অর্থ কি?

ছবি- সংগৃহীত।

জামাই-এর আদি অর্থ “মেয়ের স্বামী”। তবে কোনও কোনও জায়গায় বা পরিস্থিতিতে নিজের স্বামীকে বোঝাতেও ব্যবহার হয়।

“জামাই” কথাটার মূল সংস্কৃত “জামাতা” শব্দ। এই সংস্কৃত “জামাতা” আর ফারসি “দামাদ” শব্দ আবার একই মূল থেকে এসেছে। এই দুই শব্দেরই অর্থ “মেয়ের স্বামী”।

জানুয়ারি ০৫.২০২৩ at ১৪:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর

আরো পড়ুন:
>কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?
>রসগোল্লার ইংরেজি নাম কী?