রসগোল্লার ইংরেজি নাম কী?

মিষ্টির মধ্যে বাঙ্গালীদের মনে সবচেয়ে প্রিয় খাবার হলো রসগোল্লা। তবে বাঙ্গালীদের ৯৯% মানুষ রসগোল্লার ইংরেজি শব্দ জানেন না।

আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে রসগোল্লার নাম শুনেননি বা রসগোল্লা কোনো সময় খাননি সে ব্যাপারটা আমাদেরকে খুবই অবাক করবে। বাঙালি আর রসগোল্লা কে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা হয়। অর্থাৎ বাঙালির সুখ-দুঃখ সব কিছু নিয়েই রসগোল্লা। বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে রসগোল্লা।

রসগোল্লার ইংরেজি শব্দ হলো “সিরাপ ফিল্ড রোল” (Syrup filled roll) তবে গুগলে রসগোল্লা কে Resgulla বলা হয়। তো বন্ধুরা এবার যদি কেউ আপনাকে এরকম প্রশ্ন করে আপনাকে জব্দ করতে চায়, তাহলে আপনি তার মুখের উপর এর উত্তরটা দিয়ে দিতে পারবেন।

বন্ধুরা রসগোল্লার ইংরেজি শব্দটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট এ জানাতে পারেন আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট এ জানাবেন।

জানুয়ারি ০৫.২০২৩ at ১৪:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর

আরো পড়ুন:
>৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, বিসিআইসির ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
>ঠাকুরগাঁওয়ে বিজিবি’র শীতকালীন শীতবস্ত্র বিতরণ ও প্রশিক্ষণ পরিদর্শন