কেউ আপনার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার উপায় ?

ছবি- সংগৃহীত।

এককথায় বললে, উত্তর হবে হ্যাঁ। চলুন দেখে নিই, কিভাবে ….

ধাপ-১ঃ আপনার facebook timeline page এ যান।

ধাপ-২ঃ page’টির ফাঁকা জায়গায় মাউস রেখে মাউসের right বাটন click করুন।

ধাপ-৩ঃ’View Page Source’ এ click করুন।

ধাপ-৪ঃ এবার নতুন একটা page চালু হবে, যেখানে অনেক প্রোগ্রাম কোড থাকবে।

ধাপ-৫ঃ এবার keyboard থেকে CTRL+F চাপুন, একটি text box দৃশ্যমান হবে; ঐ box এর ভেতরে InitialChatFriendsList লিখুন।

ধাপ-৬ঃ এখন আপনি অনেকগুলো নাম্বারের একটি তালিকা দেখতে পাবেন। এইগুলোই হলো সেই সব ID যারা আপনার profile নিয়ে ঘাটাঘাটি করেছিল।

ধাপ-৭ঃ এবার ID number গুলো copy করুন এবং paste করুন। নমুনাঃ facebook.com/ID Number

বিঃদ্রঃ যে ID number সবার উপড়ে থাকবে, বুঝতে হবে সেটিই সবচেয়ে বেশি সংখ্যক বার আপনার প্রোফাইল দেখেছে।

(ইন্টারনেট থেকে গৃহিত)

জানুয়ারি ০৫.২০২৩ at ১৪:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর

আরো পড়ুন:
>রসগোল্লার ইংরেজি নাম কী?
>ডলারের দাম বাড়লো ১ টাকা