জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ‍বিভিন্ন পদে কর্মরতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ল্যাব, শপ ও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা, ল্যাব, শপ ও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরতদের ১৬ তম গ্রেড হতে ২০ তম গ্রেডে অবনত করায় অতিদ্রুত আত্তীকরণ বিধিমালা সংশোধন পূর্বক ১৬ তম গ্রেডের বেতন নির্ধারণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন:
ভূয়া দন্ত চিকিৎসা সেবা ডেন্টিস্টের বিরুদ্ধে অভিযোগ
জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন

এসময বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আজিজুর রহমান, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।

আগস্ট ১০,২০২২ at ১৪:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম