এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দে আত্মহারা ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসির ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

জিপিএ ফাইভ পাওয়ার তালিকায় সবার ওপরে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী।

আরো পড়ুন:
এসএসসি ফলাফল: যশোর বোর্ডের রেকর্ড, জিপিএ ৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা
যেসব নিষেধাজ্ঞা থাকছে থার্টি ফার্স্টে

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

ডিসেম্বর ৩০.২০২১ at ১৫:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/আক