রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ৭ নভেম্বর প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষাণ-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে আমন ধান সংগ্রহের উদ্বোধন
চিতলমারীতে আমের চারা দিয়ে ২০০ শিক্ষার্থীকে বরণ

এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, কৃষাণ-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের

বক্তব্যে বর্তমান আ’লীগ সরকারকে কৃষি ও কৃষক বান্ধব বলে উল্লেখ করে তাদেরকে দেয়া বীজ ও সারের যথাযথ ব্যবহারের আহবান জানান। বিতরণ কর্মসূচির সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।

নভেম্বর ০৭.২০২১ at ১৯:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি