ঘোড়াঘাটে আমন ধান সংগ্রহের উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কর্তৃক ভিডিও কনফান্সের মাধ্যমে সারা দেশে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২১ শুভ উদ্বোধনের হিসেবে রবিবার ৭ নভেম্বর বিকেলে উপজেলার হরিপাড়া হাট খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন :
নিয়মিত দুধ খেলে কি ওজন বাড়ে না কমে?
যশোর মরিরামপুরে স্কুলের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে জুতা পিটা করলেন ক্ষুব্ধ নারী

এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো রাফিউল আলম। উদ্বোধন কালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতোয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আকাশ, রাণীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা মো. শাহরিয়ার কবির সুমন, হরিপাড়া হাট খাদ্য গুদাম কর্মকর্তা মোছা. ফজিলা বেগম, ডুগডুগী হাট খাদ্য গুদাম কর্মকর্তা মোছা. আনোয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন (ডিসি), উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহিধী হাসান সিজু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন কৃষকগণ উপস্থিত।

নভেম্বর ০৭.২০২১ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমম/রারি