সুলতানাবাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খোকনের মনোনয়নপত্র জমা

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আবু বকর সিদ্দিক খোকন।

রোববার দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিজ বলয়ের লোকজন নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় আবু বকর সিদ্দিক খোকন জানান, নৌকা প্রতীক পাওয়ার সঠিক যোগ্যতা থাকার পরও দলীয় মনোনয়ন পাইনি। তাই ভোটে লড়াই করে মাঠে টিকে থেকে জয় করতে চাই। এ সময় প্রার্থী দাবি করে জানান, এবারের ভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

সুলতানাবাদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাতকে মনোনয়ন দিয়েছে।

আরো পড়ুন :
শিক্ষার্থীদের টিকা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
যুবলীগ কর্মীরা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত- জালাল মাহামুদ টুটুল

সুলতানাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক খোকন মনোনয়নপত্র জমা দেওয়ার পর জানান, তার এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি এলাকায় রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। অসহায়, দুস্থ মানুষের উপকার করে তাদের অন্তরে স্থান করে নিয়েছেন। তাই তার ইউনিয়নে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে বিপুল ভোটে জয়ী হবেন বলে জানান তিনি।

সুলতানাবাদ ইউনিয়নের আরও অনেকে জানান, খোকন লোভহীন একজন মানুষ। তার মতো চেয়ারম্যান ইউনিয়নে দরকার। তাই তারা তাকেই ভোট দিবেন।

অক্টোবর ৩১.২০২১ at ১৮:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি