শিক্ষার্থীদের টিকা নিয়ে মাউশির নতুন নির্দেশনা

কোভিড-১৯ সংক্রমণরোধে সোমবার (১ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীর ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হবে। প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

স্বাস্থা ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছে, পর্যায়ক্রমে সারা দেশে এ টিকা কার্যক্রম চলবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষার্থীদের টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে। মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকার জন্য ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষার্থীদের সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের টিকা গ্রহণের লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের লিংকে (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ঢুকে দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কেন্দ্র নির্বাচনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর)’ নির্বাচন করবে।

আরো পড়ুন:
যুবলীগ কর্মীরা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত- জালাল মাহামুদ টুটুল
কাজিপুরের গান্ধাইল ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নে আশাবাদী আবুল কালাম আজাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ)’ নির্বাচন করবে। রেজিস্ট্রেশনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে টিকা নেওয়ার তারিখ এসএমএসের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নেবে, তা পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণে যদি ‘সুরক্ষা’ অ্যাপে রেজিস্ট্রেশন না হয়, তাহলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। জন্মনিবন্ধন নম্বর টেক্সট ফরম্যাটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাট অনুযায়ী (yyyy-mm-dd) ই–মেইলে ([email protected]) পাঠাতে হবে।

অক্টোবর  ১৮.২০২১ at ১৩:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ