কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৩ যাত্রীর

কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতান বাজারে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর। তিনি বলেন, নিহত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই মধ্যবয়সী পুরুষ।

আরো পড়ুন :
মতলব উত্তরে দি ইনভিন্সিবল ব্যাচ ৯/১১ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিশ্বম্ভরপুরে অগ্নিকান্ড তিনটি দোকানপাট পুরে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজির সংঘর্ষ হয়। এসময় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।

লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক বলে জানান তিনি।

সেপ্টেম্বর  ১৮.২০২১ at ১২:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি