দড়ির বদলে সাপের লাফ খেলছে শিশুরা (ভিডিও)

শৈশবে দড়ির লাফ খেলেনি এমন মানুষ পাওয়া বিরল। গ্রামের পথেঘাটে এখনও হাঁটলে কিশোর-কিশোরীদের দড়ি হাতে লাফাতে দেখা যায়।

আর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দড়ির লাফ তো অপরিহার্য অংশ। কিন্তু তাই সাপের লাফ! চিন্তা করাও অসম্ভব।

কিন্তু সামাজিকমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে শিশুরা দড়ির বদলে সাপ ব্যবহার করেছে।

মস্ত এক সাপ দুটি শিশু ধরে রেখেছে, আরেকটি শিশু সেটির ওপর দিয়ে লাফাচ্ছে। আতঙ্কিত হওয়ার মতো খবরই বটে। তবে স্বস্তির কথা হলো- সাপটি জীবিত নেই। ভিডিওটি দেখে সত্যিই চমকে উঠতে হয়।

আরো পড়ুন:
ইরানকে সম্প্রসারণবাদী আদর্শ ত্যাগের আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ
কচাকাটায় তালিকায় সরাসরি নেই ৫ মুক্তিযোদ্ধা

শিশুদের এই খেলার ভিডিও ধারণ করেন এক নারী। পরে সেটি সামাজিক মাধ্যমে আপলোড করেন। খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভিডিওটি ভিয়েতনামের। সেখানে সাপের দৌরাত্ম্য খুব বেশি।

ঘরে ঘরে সাপের দেখা মেলে। এতে সরীসৃপটির সাহচর্যে সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন। যদিও দেশটিতে বিষাক্ত সাপের সংখ্যা একেবারে কম নয়। এ পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি। ২৭ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে আপলোড করে ক্রাফু টেলিভিশন।

নভেম্বর ২০, ২০১৯ at ১২:৪৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যু/এএএম