কক্সবাজার শহরে বহুতল ভবনে আগুন

কক্সবাজার শহরে কালুরদোকান সংলগ্ন এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার আনুমানিক ৭টার দিকে ওই ভবনের আগুন লাগে। আগুন ইতিমধ্যে বৃহৎ আকার ধারণ করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে। তবে পৌনে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন:
রাণীশংকৈলে মুখে কালো কাপড় বেঁধে প্রাথমিক শিক্ষকদের প্রতিবাদ
রাজশাহী নগরীতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরদোকান সংলগ্ন অপরাজিতা মহিলা হোস্টেলের পেছনের ওই বহুতল ভবনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের তিব্র শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে করে ভবনের বাসিন্দাসহ আশপাশের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিপোর্ট লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়নি।

অক্টোবর ২৬, ২০১৯ at ২০:৫৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/রাশ/এএএম