মাদক ক্রিস্টাল মেথ আইসসহ ৫ লক্ষ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার টেকনাফে বিজিবির অভিযানে অভিযানিক কর্মকান্ড গোয়েন্দা তৎপরতায় ৫.২৬৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
১৫আগষ্ট রাত ১১টায়,ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যে মায়ানমার হতে নাফ নদী দিয়ে নৌকাযোগে মাদক পচারকালে বিজিবি টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে আটক করে। এসময় কারবারিরা নাফ নদীতে লাফিয়ে  মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেলে ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৫.২৬৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

আরো পড়ুন :

> কাজিপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ
> ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক দিবস পালিত

গোপন সংবাদের মাদক কারবারী ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে বিজিবি’র একটি চৌকস আভিযানিকদল নাফ নদী সংলগ্ন লেদাখাল নামক স্থানে অবস্থান করে মাদক কারবারীদের আটক করে।

 মাদককারবারীদের আটকের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন, লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ,বিজিবিএমএস,অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

আগস্ট ১৬, ২০২৩ at ২১:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর