প্রেমিক চাচা শশুরের বাড়িতে অনশনের পর, অবশেষে থানায় অভিযোগ

নেত্রকোনার মদন পৌর সদরের বাড়িভাদেরা গ্রামে চাচা শ্বশুরকে বিয়ের দাবিতে চাচা শ্বশুর দিলোয়ার হোসেনের বাড়িতে ১০ দিন অনশন করে ভাতিজা বউ। অবশেষে ধৈর্যহারা হয়ে চাচা শ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন অনশনে থাকা ভাতিজা বউ।

আজ (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনার মদন উপজেলার পৌরসভার বাড়িভাদেরা গ্রামে গত ১০ জুন থেকে ভাতিজা বউ বিলকিস আক্তার অনশনে বসেন। এ সময় অভিযুক্ত চাচা শ্বশুর দিলোয়ার হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

আরো পড়ুন :

> নড়াইল পৌসভার ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার টাকার বাজে ঘোষণা
> সাভারে নেশাগ্রস্তদের অজ্ঞান করে রক্ত বিক্রি গ্রেপ্তার ১

অবশেষে (২০ জুন) মঙ্গলবার রাতে অভিযুক্ত চাচা শশুর দিলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ভাতিজা বউ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌর এলাকার বাড়িভাদেরা গ্রামের হতদরিদ্র দুলাল মিয়ার ছেলে রহুল আমিনের স্ত্রী এক সন্তানের জননী বিলকিস আক্তার (২০) প্রতিবেশী চাচা শ্বশুর মৃত তৈয়ব আলীর ছেলে দিলোয়ার হোসেনের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।

বিয়ের প্রলোভন দেখিয়ে চাচা শশুর দিলোয়ার হোসেন বিলকিস আক্তারকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি বিলকিসের স্বামীসহ প্রতিবেশীদের মধ্যে জানা জানি হলে বিলকিস আক্তারের স্বামী তার বাড়ি থেকে বের করে দেয়।

নিরুপায় হয়ে বিলকিস আক্তার গত (১০ জুন) শনিবার বিয়ের দাবি নিয়ে প্রতিবেশী চাচা শশুর দিলোয়ারের বাড়িতে অনশনে বসে। অনশনের ১০ দিনেও চাচা শ্বশুর দিলোয়ার হোসেনের কোন সারা না পাওয়ায় অবশেষ মঙ্গলবার রাতে মদন থানায় দিলোয়ার হোসেনের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

সংশ্লিষ্ট কাউন্সিলর হক্কু মিয়া জানান, বিয়ের দাবিতে ১০দিন ধরে দিলু মিয়ার বাড়িতে তারই প্রতিবেশী ভাতিজা বউ অনশন করেছে। আমরা অনেক চেষ্টা করেও বিষয়টি মীমাংসা করতে পারি নাই। আমাদের অজান্তেই বিলকিস গত মঙ্গলবার রাতে থানায় তাকে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেছে। তবে দিলোয়ার হোসেন এখনো পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

জুন ২২, ২০২৩ at ২০:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রিকাগু/ইর