বাংলাদেশ থেকে ৫৭১২৭ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ছবি- সংগৃহীত।

চলতি বছর বাংলাদেশের ৫৭ হাজার ১২৭ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন। যার মধ্যে ৯৩৫০ জন সরকারি ব্যবস্থাপনায় গেছেন এবং বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন।

গত সোমবার (৫ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইরনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন :

> বগুড়ায় র‍্যাব-১২ অভিযানে জাল নোট চক্রের মূলহোতা গ্রেপ্তার
> ৪ রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করলো ইউএনএইচসিআর

হজ বুলেটিনে জানানো হয়, সোমবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, আগামী ২৭ জুন চাঁদ দেখাসাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।

জুন ০৬, ২০২৩ at ১৩:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর