হবিগঞ্জের লাখাইয়ের সৌম্য পদ্মা সেতুতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলেন!

হবিগঞ্জের লাখাই উপজেলার সৌম্য স্যাতি দাশ মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়।গতকাল শুক্রবার(২রা জুন)সৌম্য স্যাতি দাশ (২৯)নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।জানাযায় লাখাই উপজেলার স্বজন গ্রামের ডা. সুরুজ কুমার দাশের একমাত্র পুত্র সৌম্য স্যাতি দাশ।

মাওয়া নৌপুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে সৌম্য দাশসহ পাঁচ বন্ধু মিলে শুক্রবার(২রা জুন)বেলা ১১টার দিকে মাওয়া এলাকায় আসে তারা।পরে স্পিডবোট নিয়ে তারা মাঝ পদ্মায় গোসল করতে যায়। এ সময় পাঁচ বন্ধুর মধ্যে সৌম্য সহ তার আরেক বন্ধু পদ্মার স্রোতের তোড়ে নিখোঁজ হয়। সৌম্যার মরদেহ উদ্ধার হলেও তার বন্ধুর খোঁজ মেলেনি।

আরো পড়ুন :
> চৌগাছায় তালের ব্যাপক সমারহ,দাম বেশি ক্রেতা বিক্রেতা উভয়য়ে অসন্তোষ প্রকাশ
> ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছ ভর্তি যুদ্ধ শেষ

তারা দুইজনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে। এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁরির ইনচার্জ মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মাওয়া নৌপুলিশের একটি টিম পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করে। সোয়া ৪টার দিকে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার হয়। অপর নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

জুন ০৩, ২০২৩ at ১৯:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বরদা/মেমহ