হজ এজেন্সির দুজন সৌদিতে আটক

ছবি- সংগৃহীত।

অতিরিক্ত রিয়াল বহনের দায়ে সৌদি আরবে বাংলাদেশি হজ এজেন্সির মালিক ও তার ছেলে আটক হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৮২৩ জন হজযাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

শুক্রবার (২৬ মে) হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। তবে (হাব) সমস্যার সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।

আরো পড়ুন :
> অসন্তোষ নিয়ে কোচের দায়িত্ব ছাড়ছেন ছোটন
> বাস্তব জীবনেও ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র

হাব সভাপতি আরো জানান, ওই দুজনের সঙ্গে তিনটি এজেন্সি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য কাজ করছিল। উল্লিখিত তিনটি এজেন্সির ৮২৩ হজযাত্রীর ১ জুন সৌদি আরবের টিকিট কনফার্ম (নিশ্চিত) করা আছে।

তবে সৌদি আরবে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ৮২৩ জন হজযাত্রীর বিমান টিকিট সংগ্রহের প্রয়োজনীয় সহযোগিতাসহ ফ্লাইটের তারিখ ১০ দিন পিছিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

মে ২৬, ২০২৩ at ২০:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর