কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ১১ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধারের খবর এসেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

আরো পড়ুন :
> হঠাৎ কালবৈশাখী ঝড়ে রাঙ্গুনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি
> সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

বঙ্গোপসাগর উপকূলের কক্সবাজার শহর সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহবাহী একটি মাছ ধরার ট্রলার ভেসে এসেছে। ট্রলার থেকে এ পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে, ভেতরে আরো মৃতদেহ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

এপ্রিল ২৩, ২০২৩ at ১৭:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢাপো/সুরা