এবারের ঈদযাত্রা ভোগান্তি মুক্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তি মুক্ত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

আরো পড়ুন :
> পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মো. সোলাইমান চৌধুরী (মাহবুব)
> শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে। ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। চালু থাকবে মনিটরিং সেলও।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এপ্রিল ২১, ২০২৩ at ১৬:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/মোমহ