মতলব উত্তরে ফৈলাকান্দি সমাজকল্যান যুব সংঘ কর্তৃক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করে ফৈলাকান্দি সমাজকল্যান যুব সংঘ। কিছু স্বপ্নবাজ তরুনের হাতে গড়া এই যুব সংঘটি ২০১৭ সাল থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে করোনাকালীন সময়ে তাদের অবদান ছিলো প্রশংসনীয় । ” সৃষ্টি সেবার জন্য” এই শ্লোগানকে সামনে রেখে কিছু উদ্যমী তরুন গড়ে তোলে এই সংগঠন । শুরু থেকে এই  সংগঠনের কার্যক্রম প্রচারবিমুখ থাকলেও তা এখন মানুষের মুখে মুখে প্রশংসা কুরাচ্ছে ।

আরো পড়ুন :
> যশোরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন যুবলীগ নেতা হাজী সুমন
> কাজিপুরে বাঁধ নির্মাণের আড়ালে অবৈধ বালু ব্যবসা

বুধবার (১৯ এপ্রিল) ফৈলাকান্দি গ্রামের ৪৫ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী মাঝে রয়েছে পোলাও চাল ১(এক) কেজি, সয়াবিন তৈল ১(এক) লিটার, মসুরের ডাল ১(এক) কেজি, পেয়াজ ১(এক) কেজি, তিন প্রকার সেমাই, মশলা ইত্যাদি । এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য (পরিচালক) সরকার মো. আলাউদ্দিন, গজরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ, অ্যাডভোকেট আবির হায়াৎ সিহাব, সাবেক ইউপি সদস্য আলমাস খান, ফৈলাকান্দি সমাজকল্যান যুব সংঘের সাধারণ সম্পাদক ওবায়দুল আমিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল্লাহ মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম সিকদার, কোষাধ্যক্ষ ফয়সাল সরকার, সাধারণ সদস্য মান্নান খানসহ অন্যান্য সদস্যবৃন্দ । ভবিষ্যতেও এই ধরনের নানামুখী সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ।

এপ্রিল ১৮, ২০২৩ at ২০:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/ ইর