নাইজেরিয়ায় পৃথক বন্দুকহামলা নিহত ৭৪

নাইজেরিয়ায় দুটি পৃথক বন্দুকহামলার ঘটনা ঘটেছে । এতে অন্তত ৭৪ জনকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ সপ্তাহে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে ঘটেছে এসব হামলার ঘটনা । পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন ।

আরো পড়ুন :
> রাজাপুরে যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের হাতাহাতি আহত ৮
> তৃতীয় দিনেও বাস কাউন্টার গুলো ফাঁকা

তাৎক্ষণিকভাবে কী কারণে এই হামলা হয়েছে তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা হঠাৎ উপস্থিত হয়ে গুলি চালাতে শুরু করে ।

এর আগে, গত বুধবার একই রাজ্যের ওটুকপো স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত উমোগিদি গ্রামে পৃথক একটি বন্দুকহামলার ঘটনা ঘটে ।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যে রাখাল ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা খুবই পরিচিত । তবে সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় সহিংসতা বেড়েছে । জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আগের চেয়ে বেশিসংখ্যক জমিতে কৃষিকাজ করতে হচ্ছে । এতে গবাদিপশুর পাল চড়ে বেড়ানোর জন্য খোলা জায়গার পরিমাণ কমে যাওয়ায় রাখালেরা ক্ষুব্ধ হয়েছেন ।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রায়ই বিপদসংকেত পাঠানো হলেও নিরাপত্তা বাহিনী পৌঁছাতে অনেক বিলম্ব হয় । এর ফলে বহু হামলার খবর শেষপর্যন্ত প্রকাশ্যে আসে না ।

এপ্রিল ০৯, ২০২৩ at ১৫:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/দেপ্র/ ইর