র‌্যাব-১৫ অভিযানে অপহৃত ২জন উদ্ধার

র‌্যাব-১৫ এর সিপিএসসি কর্তৃক কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে।

১৮ মার্চ বিকেল সাড়ে ৪টায় সদর থানাধীন নয়াপাড়া খুরুশকুল ইউনিয়নের২নং ওয়ার্ডস্থ ডেইলপাড়া নামক পাহাড়ী এলাকায় অভিযানে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। র‍্যাব সূত্রে জানা যায়,জনৈক মোস্তাক আহামদ (৫১) এর অভিযোগে তার ছেলে আরাফাত মিয়া (২১)পেশায় একজন শ্রমিক। গত ১৪মার্চ সকালে ঈদগাও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ববামনকাটা হতে ঈদগাঁও স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

আরো পড়ুন :
>> ডিবির হাতে ৪১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
>> মাদকসহ ৪কারবারি আটক-র‌্যাব-৭,ফেনী

কিন্তু দিন শেষে রাতে বাড়ি না ফেরায় পরিবার আত্নীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায় নি। তার পরিবার ঈদগাঁও থানায় একটি সাধারন ডায়রী করেন। পরবর্তীতে ভিকটিমের নম্বর হতে তার পরিবারের মোবাইল নম্বরে জানায় যে,তার ছেলে অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা দাবি করে।

এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করার হুমকিসহ বিভিন্নরকম ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। বিষয়টি র‌্যাব-১৫,অবগত হওয়ার সাথে সাথে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের ধরতে।

মার্চ ১৯, ২০২৩ at ১৬:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমা/শাস