গলার স্বর বসে গেলে যা করবেন

ছবি- সংগৃহীত।

গলার স্বর বসে যাওয়ার অভিজ্ঞতা আমাদের সবার কম বেশি হয়েছে। অনেক কারণে গলার স্বর বসে যেতে পারে। সাধারণ কারণ থেকে মারাত্মক যে কোনো কারণে গলার স্বর বসে যেতে পারে। আমরা সাধারণত যেসব গলার স্বর বসে যাওয়া রোগী দেখে থাকি তা সাধারণত সাধারণ সমস্যার জন্য হয়ে থাকে।

ভোকাল কর্ডে রক্ত জমাট বেঁধে নডিউল, গলার পাতলা আবরণ বা মিউকোস ফুলে গিয়ে পলিপ, স্বরযন্ত্রে পানি জমে ইডিমা এমনকি স্বরযন্ত্রে টিবি বা সিফিলিস হলেও গলার স্বর বসে যেতে পারে। ঠান্ডা লাগা ও ইনফেকশন থেকেও এ সমস্যা হয়। গলার ক্যানসার থেকেও এ সমস্যা হয়।

আরো পড়ুন:
>বাবার পাশাপাশি ছেলের ক্রাশ হলে ভালো লাগত : নূতন
>আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনেকের ক্ষেত্রেই এমনটি দেখা যায়। তবে ঠান্ডা ছাড়াও শ্বাসনালিতে ইনফেকশন বা সংক্রমণের কারণে স্বর বসে যেতে পারে। এই অবস্থায় গলার স্বরের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রথমেই কথা বলা কমিয়ে দিতে হবে। সম্ভব হলে কথা বলা বন্ধ করে দিন। দেখবেন স্বস্তি পাচ্ছেন এবং এতে কয়েকদিনের মধ্যে আপনার স্বর স্বাভাবিক হয়ে উঠবে।

ফেব্রুয়ারি ২৩.২০২৩ at ১১:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর