রাঙ্গুনিয়ায় মারকায আল-ইমাদীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আলমশাহ পাড়াস্থ মারকায আল-ইমাদী হিফয মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নবীণ বরণ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারকায আল ইমাদীর সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক আব্দুস শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। উদ্বোধক ছিলেন মারকায আল-ইমাদীর এ্যাডমিন মাও: শামসুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর।এছাড়াও উপস্থিত ছিলেন, মাও: মুহাম্মদ হোসাইন তৈয়বী, বেলাল বিন সত্তার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আতাউল গনি ওসমানী বলেন, অভিভাবকদের সর্বাধিক সচেতন হতে হবে, সার্বক্ষণিক খোঁজ রাখতে হবে শিক্ষার্থীর সার্বিক বিষয়ে। শিক্ষার্থীদের জ্ঞানে গুণে মার্জিত করার দায়িত্ব অধিকাংশই অভিভাবকদের উপর বর্তায়। শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের। তিনি আরও বলেন, সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থীকে সুনাগরিক, দক্ষ যোগ্য দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমানে নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এজন্য মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরো পড়ুন:
>এইচএসসি‘তে জিপিএ A+ পাওয়া তানভীর ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করতে চাই
>জাবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে কাশফি-সাইফ

তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলোয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফেজ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকসহ প্রায় তিনশতাধিক লোক উপস্থিত ছিলেন। এতে মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর।

ফেব্রুয়ারি ০৮.২০২৩ at ১৫:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর