এইচএসসি‘তে জিপিএ A+ পাওয়া তানভীর ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করতে চায়

তানভীর আলম। ফাইল ছবি

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে তানভীর আলম জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তার ইচ্ছা মানুষের মত মানুষ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করা। সে যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তানভীর পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল।

তানভীর আলম ভোরের কাগজ ও দি ডেইলী সানের যশোর জেলা প্রতিনিধি আলমগীর কবীরের বড় ভাইয়ের ছেলে। তারা বাবা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও মাতা গৃহীনি ঝর্ণা বেগম। দুই ভাই বোনের মধ্যে তানভীর আলম ছোট। তার বড় বোনও কৃতিত্বের সাথে স্নাতকোত্তর শেষ করেছেন।

এই ফলাফলে তানভীর ও তার পিতা-মাতা, চাচা-চাচী, ফুফু, দাদা-দাদী মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি তার স্কুল, কলেজের শিক্ষক, অভিভাবক, সহপাঠীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরো পড়ুন:
>জাবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে কাশফি-সাইফ
>পাঁচবিবিতে সরিষার ক্ষেতে মৌ চাষ

তানভীর মানুষের মত মানুষ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। তার শখ বই পড়া।

উল্লেখ্য, বিগত ভিন্ন ভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফল করে তানভীর আলম পরিবারের মুখ উজ্বল করেছিল।

ফেব্রুয়ারি ০৮.২০২৩ at ১৫:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর