পেরুতে সরকারবিরোধী আন্দোলনের ৬ সপ্তাহে নিহত ৪৬

ছবি- সংগৃহীত।

লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকার বিরোধী আন্দোলন চলছে ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে। ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর বাইরেও গ্রেফতার হয়েছেন আরও শতাধিক আন্দোলনকারী। সর্বশেষ শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির পুলিশ ২০০ জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার পেরুর রাজধানী লিমায় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে বোতল, ইট-পাটকেল ছুঁড়ে। জবাবে পুলিশও টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। শহরের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকে আন্দোলনকারীরা।

দেশটির কয়েক হাজার নাগরিক রাজধানী লিমায় কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট ডিনা বোলার্তের পদত্যাগ, সংবিধান পরিবর্তন ও আগাম নির্বাচনের দাবি করছেন তারা। স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, রাজধানীতে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস ব্যবহার করছে পুলিশ প্রশাসন। জবাবে বিক্ষোভকারীরা বোতল, পাথর ইত্যাদি ছুড়ছে। রাস্তার পাশের দোকানগুলোয় আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এমন চিত্র শুধু রাজধানীতে নয়, বরং দেশজুড়েই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত লেগে আছে।

পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী ভিসেন্তে রোমেরো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পেরুর দক্ষিণাঞ্চল পুনেতে প্রায় দেড় হাজার বিক্ষোভকারী ইল্যাভে শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। পুনের জেপিতায় অবস্থিত আরেকটি পুলিশ স্টেশনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইল্যাভের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আটজন রোগীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাঙা হাত-পা, চোখের আঘাত এবং পেটের বিভিন্ন স্থানে ক্ষত। পেরুর ন্যায়পালের তথ্যমতে, দেশজুড়ে বিক্ষোভের সময় ৫৮ জন আহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এসেছে, পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবারের বিক্ষোভে প্রায় সাড়ে হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ভিডিও প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় আরেকিপায় বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ। এরপর কর্তৃপক্ষ বাধ্য হয়ে ওই বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

আরো পড়ুন:
>আখেরি মোনাজাতে মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা
>বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত আজ

গত ৭ ডিসেম্বর ক্ষমতাচ্যুত করার পর অল্প সময়ের ব্যবধানেই ক্যাস্তিলোকে বন্দি করা হয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ডিনা বোলার্তে। তার পর থেকেই কার্যত রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে দেশটি। ৬০ বছর বয়সী ডিনা বোলার্তে পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে ক্যাস্তিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেফতারের পর দায়িত্ব নেয়ার পর থেকেই পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।

জানুয়ারি ২২.২০২৩ at ১০:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর