চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৭

ছবি- সংগৃহীত।

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনাটি কেন ঘটেছে তার কারণ জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এদিকে ঘটনার পরপরই নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই এলাকায় প্রচুর কুয়াশা রয়েছে। যার কারণে গাড়ি চালানো বাধাগ্রস্ত হতে পারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

আরো পড়ুন :
>সর্বনিম্ন ৭.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
>লোকবল নেবে রানার অটোমোবাইলস

উদাসীনতা আর যানবাহন নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গত সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশের কোয়ারেন্টাইন সুবিধার আওতায় থাকা একটি বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

জানুয়ারি ০৮.২০২৩ at ১১:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ