তীব্র শীতে জবুথবু জনজীবন

ছবি- সংগৃহীত।

পৌষের শেষদিকে এসে দেশজুড়ে জেঁকে বসেছে শীত। উত্তরের কনকনে বাতাসের সঙ্গে সারাদেশের বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুই-তিন দিন ধরে দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় পথ চলতে বিপাকে পড়ছেন পরিবহন চালকরা। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে জবুথবু জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

গ্রামীণ মানুষ খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে শরীরে উষ্ণতার পরশ নিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। তবে আগামী তিন দিনে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- কনকনে শীতে গরম কাপড়ের কদর বেড়েছে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণিবিতানে গরম কাপড়ের দোকানে ভিড় লক্ষ করা গেছে। লেপতোশকের দোকানে কর্মচারীদের দম ফেলার ফুরসত নেই। তীব্র শীতে বেশি দুরবস্থায় পড়েছে হতদরিদ্ররা। ছিন্নমূল মানুষদের ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখা যায়।

শিশু ও বৃদ্ধ মানুষের অবস্থা বেশি খারাপ। শীতজনিত নানা রোগব্যাধি বেড়ে গেছে। মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে এ সংক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গত এক সপ্তাহ যাবত দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। তীব্র ঠাণ্ডা, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এতে যানচলাচলও ব্যাহত হচ্ছে।

বিঘœ ঘটছে নৌ চলাচলেও। হাড় কাঁপানো শীতের কষ্ট থেকে বাঁচার জন্য গরীব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশার চাদরে সারাদিন সূর্য ঢাকা থাকায় ঘর থেকে বেরিয়ে কাজের সন্ধানে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

আরো পড়ুন:
>ক্রিকেট প্রেমী শিশু ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য, ফ্রি ক্রিকেট একাডেমির শুভ সূচনা
>ঠাকুরগাঁও- ৩ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হঠাৎ করে তাপমাত্রা এতটা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহার অঞ্চলে একটা কুয়াশা অঞ্চল ছিল। সেটি ধীরে ধীরে বেড়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ জন্য শৈত্যপ্রবাহ না থাকলেও বেশি শীত অনুভূত হচ্ছে। এই অবস্থা আরও চার থেকে পাঁচ দিন থাকবে।

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত উল্লেখযোগ্য মাত্রার কোনো শৈত্যপ্রবাহের আলামত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে। চলতি মাসে এক থেকে দুটি মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও সেটি অনুভূত হবে আরও পরে।

জানুয়ারি ০৬.২০২৩ at ০৯:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর