যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থী বড় একটি ছুরি হাতে ঘুরছিলেন। তাকে ছুরিটি ফেলে দিতে বলা হলেও সেটি না করায় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে।

কজন বাসিন্দা দুপুর সোয়া একটার দিকে ৯১১ নাম্বারে ফোন করেন। ছুরি হাতে একজন ব্যক্তি অ্যাপার্টমেন্টের জানালা থেকে লাফিয়ে পড়ার ঘটনা জানানোর জন্যই ওই বাসিন্দা ফোন করেন। লোকটিকে তখন অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতে দেখা যায়।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড স্পঞ্জ ছোড়া হয়েছিল। কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন পুলিশের এক কর্মকর্তা গুলি চালান।

আরো পড়ুন:
>গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
>ক্ষেতলালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 
>রাজশাহী দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন দিলো এলাকাবাসী

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।

জানুয়ারি ০৫.২০২৩ at ১৮:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর