বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬৭ লাখ

ছবি- সংগৃহীত।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ২৬১ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৭০৭ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ১৮৪ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৯৪ হাজার ২৩৫ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৬০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ ১৩ হাজার ২৩৯ জন। সব মিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮২৬ জনে।

আরো পড়ুন:
>৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
>আজ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
>পরীমণি বললেন ‘ইনজয়’ কর

আজ বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারস বলছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৫৩৭ জনে। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ২২১ জন।

জানুয়ারি ০৪.২০২৩ at ১১:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর