খোদ মেম্বারই কাটছে জমির টপ সয়েল, দেড় লক্ষ টাকা জরিমানা 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে এক ইউপি সদস্যকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জানুয়ারি) উপজেলার ১৫নং লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছনখোলা বিলের জুইগ্গ্যারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালানগর ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহীদুল আলম (৪২) এর নেতৃত্বে দীর্ঘ দিন ধরে স্কেবেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করে আসছিল। বরাবরের মতো সোমবারও ইউনিয়নের গজালিয়া মৌজার ছনখোলা বিলের জুইগ্গ্যারঘোনার মুখ এলাকায় স্কেবেটর দিয়ে কৃষি জমির টপ-সয়েল কাটছিল।

খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানীর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। এ সময় টপ-সয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী মেম্বার মো. শহিদুল আলমকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আরো পড়ুন:
>>রাজশাহীতে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট ‘উইন্নিফ্লাই-আইটি’র যাত্রা শুরু
>>ডিবির নাম বললেই গাড়িতে উঠবেন না ডিবি প্রধান: রশীদ

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জামশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লালানগর ইউনিয়নের গজালিয়া নামক এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ইউপি সদস্য শহিদুল আলমকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জানুয়ারি ০২.২০২৩ at ২১:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর