মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

রবিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ উদযাপনের মাধ্যমে সারাদেশের ন্যায় বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন।

প্রধান অতিথি ছিলেন মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হীরু। সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মঈন উদ্দীন, সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, সদস্য জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যথাক্রমে কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম।

আরো পড়ুন :
>চৌগাছায় এসএসসি ’৯২ ব্যাচের বন্ধু,সাংবাদিক উজ্জ্বল ও মিন্টুকে সংবর্ধনা
>চৌগাছায় স্মার্ট বাংলাদেশ গঠনে, প্রযুক্তির ব্যবহার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
>রূপগঞ্জে পশি-হারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন

খোরশেদ আলম, পারভীন আকতার, এস মাহান, দিলুয়ারা বেগম, সায়মা আকতার রুমি, বিবি আমেনা মুক্তা, প্রিয়াংকা বড়ুয়া, নুসরাত সুলতানা রুমি উপস্থিত ছিলেন। বই বিতরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।

জানুয়ারি ০১.২০২৩ at ১৮:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ