৬ দশমিক ২ মাত্রায় তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এরপর আরও কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে।

খবর এএফপি’র। খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:
> প্রধানমন্ত্রী রাত সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
> ভারতের বিপক্ষে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে ওঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে। দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি।

ডিসেম্বর ১৫, ২০২২ at ১৭:৩৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস