বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাবে নতুন বল

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের বলের নাম আল রিহলা। এই বল দিয়েই খেলা হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সব ম্যাচ। তবে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ হবে নতুন বলে। সেই বলের নাম আল হিলম, যার অর্থ স্বপ্ন। ফিফা নিজেদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে। কাতার বিশ্বকাপে বাকি রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।

নতুন বলের কাঠামো বা অন্য কোনো ব্যাপারে বদল আনা হয়নি। শুধু নকশায় সামান্য বদল এসেছে। শেষ চারটি ম্যাচের বলে সোনালি আভা দেখতে পাওয়া যাবে।

আরো পড়ুন:
ফখরুল-আব্বাসসহ ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে
অনুদানের সিনেমায় নুসরাত ফারিয়া
বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা

প্রতি বিশ্বকাপের শেষের দিকে ম্যাচগুলোর বলের নকশা পাল্টায় ফিফা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘আল রিহলা’ নামের বলের ভেতরে রয়েছে সেন্সর, যা প্রচুর তথ্য সরবরাহ করছে ম্যাচের প্রতিটি মুহূর্তে।

ডিসেম্বর ১২.২০২২ at ১০:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর