জবিসহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটি। ৫ ডিসেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, এম লোকমান হোসাঈন, আফরোজা খান ও মহাসচিব চন্দন চন্দ দাস।

যুগ্ম মহাসচিব ফরহাদ হোসেন ফুয়াদ, নিলুফার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান বলেছেন, নির্মম বাস্তবতা হলো এই যে জাতির আয়না হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত সাংবাদিক ও সংবাদমাধ্যমের উপর যখন তখন হামলা-মামলা বন্ধে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায়, বিচারের সংস্কৃতি তৈরি না হওয়ায় একের পর এক সংবাদযোদ্ধাদের উপর হামলা বৃদ্ধি যেমন পাচ্ছে, তেমন বাড়ছে হয়রানীমূলক মিথ্যে মামলার সংখ্যাও।

আরো পড়ুন:
নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
তিন স্বামীর সঙ্গে তিন সন্তানকে বড় করছেন কেট!
যমজ দুই বোনকে বিয়ে করলেন যুবক

অতএব, বাংলাদেশের রাজনীতিকদের পাশাপাশি সচিব-আমলা-এমপি-মন্ত্রী তথা সরকারের সকল মহলের নৈতিক দায়িত্ব সংবাদযোদ্ধাদের ও সংবাদমাধ্যমের অবাধ সংবাদ প্রবাহ নির্মাণ রাখতে হবে।

ডিসেম্বর ০৫.২০২২ at ১৬:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এসআর