জেলও হতে পারে শ্রাবন্তীর!

ছবি- সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে আবারো মামলা করেছেন তার সাবেক স্বামী রোশন সিংহ। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে শ্রাবন্তী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন- এমন অভিযোগ এনে রোশন মামলাটি করেছেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

মামলা চলাকালীন কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে তার বিরুদ্ধে এ ধরনের মামলা করা যায়। তবে হঠাৎ করে সাবেক স্ত্রীর বিরুদ্ধে কেন এ অভিযোগ তুললেন রোশন? জানা গেছে, বিবাহবিচ্ছেদ মামলাটি করেন অভিনেত্রী শ্রাবন্তী। মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানিয়ে মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন নায়িকা। আর তাতেই ধরা পড়ছে অসঙ্গতি।

রোশনের অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় দেওয়া তথ্যের অসঙ্গতি রয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারব না। অভিনেত্রী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দেন, তার সঙ্গে এই মামলায় দেয়া তথ্যের অসংগতি রয়েছে।

আরও পড়ুন:
পেলের রেকর্ড ভেঙে মেসির পাশে এমবাপ্পে

তাই মিথ্যা সাক্ষ্য দেয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেন রোশন সিংহ। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন রোশন। আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তার বিরুদ্ধে এই মামলা করা যায়।

ডিসেম্বর ০৫.২০২২ at ০৯:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এমএইচ