তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স দেশে

ছবি: সংগৃহীত

গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে। মাসটিতে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:
>হামলার ভয়ে মামলা করেও হামলার শিকার, ঠাকুরগাঁওয়ের সোহেল রানা
>ইবিতে নির্মাণাধীন ভবনের কাজে দূর্ঘটনাবশত শ্রমিকের মৃত্যু

রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে সরকার প্রণোদনা দিচ্ছে। বর্তমানে ১০৭ টাকায় রেমিট্যান্স ও ১০০ টাকায় রপ্তানি বিলের মাধ্যমে আসা ডলার সংগ্রহ করছে ব্যাংক। এতেও রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছিল না। তবে সর্বশেষ নভেম্বর মাসে আগের তিন মাসের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বরে সরকারি মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৮০ লাখ ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৯৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার। গত মাসে (অক্টোবর) রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। সে হিসাবে অক্টোবর অপেক্ষা নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে।

ডিসেম্বর ০১, ২০২২ at ২০:৪৩:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস