আজ থেকে একই সময়ে দুটি করে খেলা

মঙ্গলবার থেকে কাতার বিশ্বকাপে শুরু হচ্ছে গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। এখনও পর্যন্ত ফ্রান্সের পর নক আউট রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে ব্রাজিল ও পর্তুগাল। বাকিদের মধ্যে কারা নকআউটে যাবে তা নির্ভর করবে এই রাউন্ডের খেলাগুলোর উপরেই। সেই কারণে, একই গ্রুপের চারটি দল শেষ রাউন্ডে খেলতে নামবে একই সময়ে।

অর্থাৎ একই সময়ে শুরু হবে দুটি করে খেলা। এখনও পর্যন্ত টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে টি-স্পোর্টস, গাজী বা জিটিভি ও বিটিভিতে। কিন্তু যখন জোড়া ম্যাচ হবে তখন?

আরো পড়ুন:
নাসিরের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন পরীমনি
ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ কুষ্টিয়া ইউনিটের কমিটি গঠন
গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

সম্প্রচারকারী সংস্থা সূত্রে খবর, একই সময়ে দুটি খেলা শুরু হলে টি-স্পোর্টস চ্যানেলের পাশাপাশি জিটিভি ও বিটিভি চ্যানেলে খেলা দেখা যাবে। তবে কোন দলের খেলা কোন চ্যানেলে দেখা যাবে সেটা এখনও নিশ্চিত নয়। সেটা নির্ভর করছে সম্প্রচারকারী সংস্থার উপর।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এ’র চারটি দল। ইকুয়েডর বনাম সেনেগাল এবং কাতার বনাম নেদারল্যান্ডসের ম্যাচ হবে ওই একই সময়ে। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় খেলতে নামবে গ্রুপ বি’র চারটি দল। ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস।

নভেম্বর ২৯.২০২১ at ১১:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ