গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকা শামীম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল। তিনি জানান, সোমবার দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারী পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে।

আরো পড়ুন:
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৮ জানুয়ারি শুরু, ক্লাস ২ মার্চ
বাংলাদেশের অকৃত্তিম বন্ধু জর্জ হ্যারিসনের, ২১তম মৃত্যুবার্ষিকী আজ

আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এঘটনায় কোন হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

নভেম্বর ২৯.২০২১ at ১১:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ