ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চালেছেন ইলন মাস্ক

প্রফাইল ছবি প্রতীকী

মঙ্গলবার ভারতীয় সময় মাঝরাতে মাস্ক একটি টুইট করেন, ‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছি। সবাইকে স্বাগত।’ এর পরেই নেটমাধ্যমে প্রবল জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, টেসলা কোম্পানির মালিক কি এ বার ফুটবলেও আগ্রহী হয়ে পড়েছেন? তবে কয়েক ঘণ্টা পরেই জল্পনার অবসান হয়।

এক টুইট ব্যবহারকারী তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি সত্যি বলছেন?’ উত্তরে মাস্ক লিখেছেন, ‘না। আসলে এই মজাটা টুইটারে অনেক ক্ষণ ধরে চলছে। আমি কোনও খেলাধুলোর দল কিনছি না।’

আরো পড়ুন :

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার
শ্রী শ্রী কান্তজিউ যুগল বিগ্রহ নৌ পথে যাত্রা শুরু

গণমাধ্যমে রোনালদো বিতর্ক নিয়ে তিনি মতামত জানান, আমি মনে করি যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলত্যাগের অনুমতি দেয়া বাঞ্ছনীয়। এই দলের প্রশিক্ষক (কোচ) এরিক টেন হাগের কাছে সেই মিনতিই জানাচ্ছি আমি।

ইলন মাস্ক একজন রসিক শিল্পোদ্যোক্তা। উল্টোপাল্টা কথা ও কাজের মাধ্যমে থাকতে চান আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বেশ হাস্যরসাত্মক মন্তব্যও করে থাকেন নেটিজেনরা। এর আগে টুইটার কিনে নেয়ার খবরেও বেশ সমালোচিত হয়েছেন তিনি।

আগষ্ট ১৭,২০২২ at ১৩:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আন/শই