মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার

বিদেশি কর্মী নিয়োগে চালু করা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনের ওপর সাময়িক যে স্থগিতাদেশ দেয়া হয়েছিল তা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন। হঠাৎ করে পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আরো পড়ুন :
শ্রী শ্রী কান্তজিউ যুগল বিগ্রহ নৌ পথে যাত্রা শুরু
ওজোপাডিকো’র উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী পালন

 

৫ আগস্ট মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে অনলাইনে আবেদন কার্যক্রম। ১ সেপ্টেম্বর থেকে আবেদনের জন্য ফের পোর্টাল চালু হবে বলেও জানানো হয়। তবে ঘোষিত সময়সীমার দুই সপ্তাহ আগেই পোর্টাল খুলে দেয়ার কথা জানালো মালয়েশিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) বিবৃতিতে মানব সম্পদ বিষয়ক মন্ত্রী এম সারাভানান বলেন, বিদেশী কর্মী নিয়োগের জন্য পোর্টালের মাধ্যমে আবেদনের ওপর সাময়িক যে স্থগিতাদেশ ছিল তা ১৯ আগস্ট থেকে তুলে নেয়া হবে।

আগষ্ট ১৭,২০২২ at ১৩:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই