৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিস

দেশে আবারও ৮০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আরও অনেক জায়গায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সকল ধরনের ছোট-বড় জাহাজ ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরো পড়ুন :
ভোলায় পুলিশের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন
মার্কিন আইনপ্রণেতারা তাইওয়ান সফরে

এতে আরো জানানো হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটর বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আগষ্ট ১৫,২০২২ at ১৩:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই