মিসরে গির্জায় আগুন, ৩৯ জন নিহত

রবিবার (১৪ আগস্ট) মিসরের রাজধানী কায়রোতে কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত এছাড়া আহত হয়েছে ৫৫ জন। আরব নিউজের খবর বলছে, আগুনে পুড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের হাসপাতালে পাঠাতে ৩০টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। এ ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যায়িত করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন :
কমতে শুরু করেছে ডলারের দাম, কমেছে প্রায় ৮ টাকা
মানুষ যখনই ভালো থাকে, তখনই শুরু হয় চক্রান্ত-ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

পরে ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কপটিকরা হলো মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়। তারা মিসরের ১০৩ মিলিয়ন মানুষের মধ্যে অন্তত ১০ মিলিয়ন।সাম্প্রতিক বছরগুলোতে মিসর বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় আগুনে কমপক্ষে ২০ জন মারা গিয়েছিল।

আগষ্ট ১৪,২০২২ at ১৯:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই