মানুষ যখনই ভালো থাকে, তখনই শুরু হয় চক্রান্ত-ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই এদেশের মানুষ ভালো থাকে, ভালো অবস্থানে আসে, তখনই ষড়যন্ত্র শুরু হয়। একটা শ্রেণী রয়েছে এদেশে, যারা এদেশের মানুষের কল্যাণ চায় না। স্বাধীনতা অর্থবহ হোক, স্বাধীনতার সুফল মানুষ পাক, তা চায় না। এক্ষেত্রে বাধা দেয়ার চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবন থেকে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের সময় আজ রবিবার (১৪ই আগস্ট) এসব কথা বলেন।

আরো পড়ুন:
ঝিনাইদহের শিশু সুমাইয়া কি আবার স্কুলে যেতে পারবে?
অভয়নগরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে অধিগৃহীত জমি দখল হস্তান্তর ও জাতীয় শোক দিবস পালন

তিনি আরো বলেন, এ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে বিরোধীদের আন্দোলন হতে পারে, কিন্তু বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে যেটি তাদেরও বোঝা উচিত। প্রধানমন্ত্রী বলেন, ‘অপজিশন সহ নানা জনে নানা কথা বলবে, এর সুযোগ নেয়ারও চেষ্টা করবে কিন্তু তারা যদি এসব বেশি করতে যায় তাহলে এর প্রভাবেইতো মানুষের কষ্ট আরো বাড়বে। এটাও তাদের বোঝা উচিত।’

তিনি বলেন, ‘তারা আন্দোলন (বিএনপি) করে কতটুকু সফল হবে জানি না কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে দেশের জন্য আরো ক্ষতি হবে। কিন্তু সেটা আমরা সামাল দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিরোধী দল একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, করুক। আমি আজকেও নির্দেশ দিয়েছি খবরদার যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেফতার করা না হয় বা ডিষ্টার্ব করা না হয়। তারা প্রধানমন্ত্রীর অফিসও ঘেরাও দেবে, আমি বলেছি হ্যাঁ আসতে দেব। কেননা আমরা যে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দেশের কাজ করতে দেশের মানুষতো সেটা জানে।

আগষ্ট ১৪,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভর/শই