সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিব্রতকর ও নিন্দনীয়: হাইকোর্ট

সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তিদের জমা রাখা বা পাচার করা অর্থ নিয়ে তথ্য জানানোর বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য ‘প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় নেই’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনের ওপর শুনানিকালে আজ রোববার (১৪ আগস্ট) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আরো পড়ুন :

আবারও জেরুজালেমে বন্দুক হামলা আহত ৮ জন
মাদক ব্যবসায়ীসহ আটক চার, ফেনসিডিল ও মদ উদ্ধার

আদালতে এদিন দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো.খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বলেছিলেন, ‘সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য তথ্য চায়নি। সুইস ব্যাংকের ত্রুটি সংশোধনে সুইজারল্যান্ড কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে আমি আপনাদের জানাতে চাই, সুইজারল্যান্ডে কালোটাকা রাখার কোনো নিরাপদ ক্ষেত্র নয়।’

আগষ্ট ১৪,২০২২ at ১৪:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই