আবারও জেরুজালেমে বন্দুক হামলা আহত ৮ জন

জেরুজালেমের বিভিন্ন স্থানে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। জরুরি সার্ভিস বিভাগের কর্মকর্তা বলছেন, স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) ১ টা ২৪ মিনিটে ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের নিকটে একটি বাস ও একটি কার পার্কিংয়ের এলাকায় ফাঁকা গুলি ছোড়া হয়। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তারা..।

আরো পড়ুন :
মাদক ব্যবসায়ীসহ আটক চার, ফেনসিডিল ও মদ উদ্ধার
১৫ই আগষ্ট উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করতে ঘটনাস্থলে বাহিনী পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজছে। ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন হামলাকারীর খোঁজে সিলওয়ানের কাছাকাছি ফিলিস্তিনি পাড়ায় তল্লাশি চালাচ্ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার নাতাশা ঘোনেইম জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পর্কিত হতে পারে সন্দেহে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগষ্ট ১৪,২০২২ at ১৪:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই